• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে কার্তিক ১৪৩২ সকাল ১১:১৯:৩৯ (10-Nov-2025)
  • - ৩৩° সে:

জাতীয় নির্বাচন সামনে রেখে আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

১০ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪২:০৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সরকার আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। এ নিয়ে দুই দিনে মোট ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।

Ad

রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Ad
Ad

নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

এর মধ্যে নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি এবং মেহেরপুরের ডিসি মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইলের ডিসি করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল্লাহ আল মাসউদ – ঝিনাইদহ, খুলনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. ইউসুপ আলী – জামালপুর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার – মেহেরপুর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা – কিশোরগঞ্জ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিন – ঝালকাঠি।

এ ছাড়া—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ-উজ-জামান – গোপালগঞ্জ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন – চুয়াডাঙ্গা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান – পঞ্চগড়, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. আল-মামুন মিয়া – জয়পুরহাট, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান – ময়মনসিংহ, খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা – মানিকগঞ্জ এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. নাজমুল ইসলাম সরকার – চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে, গত ৮ নভেম্বর শনিবার রাতে ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রাজধানীতে যাত্রীবাহী দুই বাসে আগুন
১০ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪৪:৩৭







Follow Us