• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:৫৯:৩০ (23-Sep-2025)
  • - ৩৩° সে:

‘টঙ্গীতে আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে’

২৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৯:০৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় আর কোনো সহযোগিতা লাগলে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন গতকাল (সোমবার) একটি বড় দুর্ঘটনা হয়েছে। সেখানে আমাদের চারজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের দগ্ধের পরিমাণ একটু কম। এই হাসপাতালটি একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল। এখানকার চিকিৎসা খুবই ভালো। এখানকার চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দগ্ধদের চিকিৎসায় যত ধরনের সহযোগিতা লাগে, সমস্ত সহযোগিতা দেওয়া হবে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে।

Ad

দগ্ধদের চিকিৎসার বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন বলেন, গতকাল ঘটনা ঘটার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আমাদের টিম রেডি রাখা হয়। রোগী আসার সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসা শুরু হয়ে যায়।

তিনি বলেন, চারজন রোগীর মধ্যে দুজন ১০০ শতাংশ এবং একজন ৪২ শতাংশ ও একজন ৫ শতাংশ দগ্ধ হয়েছে। সমস্ত রোগীকে আমরা ক্যাটাগরি অনুযায়ী প্রটোকল মেইনটেইন করে চিকিৎসা সেবা দিই। আমরা মাইলস্টোনে দুর্ঘটনায় দগ্ধদেরও একইভাবে চিকিৎসা সেবা দিয়েছি।

অধ্যাপক নাসির উদ্দিন বলেন, তিনজন রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাদের এইচডিইউতে রাখা হয় এবং একজন ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে। এইচডিইউতে যারা চিকিৎসা নিচ্ছেন, তাদের আমরা প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা দিচ্ছি এবং পর্যায়ক্রমে তাদের যে ধরনের অপারেশন লাগবে, সেই ব্যবস্থা আমরা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
র‍্যাবের অভিযানে ৯ ডাকাত গ্রেফতার
২৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৫২:১৮



সংবাদ ছবি
আবারও নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা
২৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:০৪:৪৫





সংবাদ ছবি
সালমান শাহ হত্যা মামলা, রিভিউ শুনানি ১৩ অক্টোবর
২৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০১:৩০:৪৫



Follow Us