• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ রাত ০৮:৫৬:০২ (02-Jan-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৩৫

সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাল্টিমিডিয়া রিপোর্টার : সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই দশকের গৌরবময় পথচলা পূর্ণ করলো সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ ও মানুষের কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা ও সাবেক সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Ad
Ad

এরপর সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের সাংবাদিক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সোনারগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবকে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। উপজেলার উন্নয়ন, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনার কথা জনসম্মুখে তুলে ধরতে ক্লাবের সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সত্য প্রকাশে আপসহীন অবস্থানই এই সংগঠনের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশের শান্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ছয়হিস্যা মারকাজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল শাখাওয়াত আব্দুল্লাহ।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠিত সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব দীর্ঘ ২০ বছর ধরে সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—অশিত কুমার দাস (ইত্তেফাক), আল আমিন তুষার (যুগান্তর), রিপন মাহমুদ (নয়াদিগন্ত), আক্তার হাবিব (চ্যানেল আই), মঈন আল হোসাইন (এশিয়ান টিভি), মোক্তার হোসেন মোল্লা (ইনকিলাব), শাহাদাত হোসেন রতন (সমকাল), মিজানুর রহমান (আমাদের সময়), রবিউল ইসলাম (দেশ রূপান্তর), মাজহারুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), রুবেল মিয়া (কালবেলা), কামরুল ইসলাম পাপ্পু (বিজনেস বাংলাদেশ), মশিউর রহমান (ভোরের পাতা), সালাউদ্দিন (আমাদের কণ্ঠ), মোকাররম মামুন (সোনারগাঁও দর্পণ), এস এম মনির হোসেন (দ্য ডেইলি ট্রাইব্যুনাল ও ভোরের সময়), ইমরান হোসেন (খবরের কাগজ), বিল্লাল হোসেন (দৈনিক করতোয়া), কামালউদ্দিন ভূঁইয়া (কে টিভি), লতিফুর রহমান দীপু (ভোরের চেতনা), শাহিন সাকি (মুক্ত খবর), আব্দুল মোতালেব প্রধান (দৈনিক অধিকরণ), আরাফাত হোসেন সিফাত (দৈনিক সূর্যোদয়), খায়রুল আলম হিরু (এই বাংলা), তৌরভ হোসেন (নতুন সময়) প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার
২ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১১:১৯









Follow Us