নিজস্ব প্রতিবেদক: অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার রাজধানীর হোটেল শেরাটনে এ সভার আয়োজন করা হয়।

সভায় অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম, বাংলাভিশন টিভির চেয়ারম্যান আব্দুল হক, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান, এশিয়ান টেলিভিশনের পরিচালক ও দৈনিক দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ সম্মানিত ব্যক্তিবর্গ।


সভাপতি বলেন, আমি আশা করি মিডিয়া নিরপেক্ষভাবে তাদের আবেগ নয় বিবেককে প্রাধান্য দিয়ে স্বাধীন চিন্তাভাবনা ও মত প্রকাশের অধিকারের জন্য সচেষ্ট থাকবে। সভাপতি সকলকে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যগণ নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে একমত পোষণ করেন এবং একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে নিজেদের বলিষ্ঠ ভূমিকা পালনে একাত্মবোধ হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available