• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:৩৩:৩৬ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : মহান আল্লাহকে নিয়ে কটূক্তির মামলায় গ্রেফতার বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

Ad

৮ ডিসেম্বর সোমবার দুপুরের দিকে মানিকগঞ্জের জেলা ও দায়দা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন।

Ad
Ad

এসময় বেশ কিছু আইনজীবী আবুল সরকারের শাস্তির দাবিতে আদালত চত্বরে মিছিল করেছেন।

আদালতে আবুল সরকারের অনুপস্থিতিতে তার পক্ষে ১৫ থেকে ১৬ জন আইনজীবী অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলী অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার।

বাউল শিল্পী আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী বলেন, গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম জামিন শুনানি হয় আবুল সরকারের। ওই জামিন শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। পরে ফৌজদারি বিধি মোতাবেক জেলা ও দায়দা জজ আদালতে জামিনের জন্য আবেদন করা হয়।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বাউল শিল্পী আবুল সরকারের জামিন শুনানি হয়।

তিনি আরও বলেন, আবুল সরকার আদালতে দোষী প্রমাণিত হলে ২৯৫ এর ‘ক’ ধারায় দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হচ্ছে ২ বছরের কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড দিতে পারেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরতাজ আলম বাহার বলেন, মহান আল্লাহ ও কোরআনকে না জেনে, না বুঝে বাউলরা যাতে মনগড়া বক্তব্য দিতে না পারে সে সেটির দিকে জোর দিতে বিষয়টি আমরা উপস্থাপন করেছি। আদালত আমাদের নথির সকল তথ্য সঠিক পাওয়ায় আবুল সরকারের জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, মানিকগঞ্জের একটি পালাগানের আসরে শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। পরে সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেফতার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়। অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতেও বিভিন্ন কর্মসূচি পালন করে বাউল সমাজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর
৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩






Follow Us