• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে পৌষ ১৪৩২ সকাল ০৯:১৬:০৫ (08-Jan-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে মা ও দাদা-দাদিকে কুপিয়ে হত্যা

৭ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৫:৪৭

যুক্তরাষ্ট্রে মা ও দাদা-দাদিকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের পিসকাটাওয়ে টাউনশিপে পারিবারিক বিরোধ থেকে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ও দাদা-দাদিকে কুপিয়ে হত্যা করে এক যুবক। পরে পুলিশের গুলিতে ওই যুবকও নিহত হন।

Ad

৫ জানুয়ারি সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে পিসকাটাওয়ের রিভার রোড এলাকার একটি বাড়ি থেকে ৯১১ নম্বরে জরুরি ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কর্তৃপক্ষ জানায়, বাড়িতে ঢুকে পুলিশ তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতরা হলেন যুবকের মা ও তার দাদা-দাদি।

Ad
Ad

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত যুবক তখনও হাতে ধারালো ছুরি নিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাকে বারবার অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেয় এবং টেজার (স্টান গান) ব্যবহার করে। তবে তিনি নির্দেশ অমান্য করলে শেষ পর্যন্ত পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

পিসকাটাওয়ে টাউনশিপের মেয়র ব্রায়ান ওয়াহলার সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি। একজন স্বামী আজ তার স্ত্রী ও বাবা-মাকে হারালেন, একই সঙ্গে হারালেন নিজের ছেলেকেও।’

ঘটনার প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, তিনি পুলিশের গাড়ির শব্দ শুনে বাইরে আসেন। পুলিশ অভিযুক্তকে থামতে ও অস্ত্র ফেলে দিতে বলছিল। পরিস্থিতি খুব দ্রুত ভয়ংকর হয়ে ওঠে। টেজার ব্যবহারের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ গুলি চালায়। তার মতে, পুলিশ যতটা সম্ভব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে।

নিউ জার্সি স্টেট পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন (পিবিএ) ঘটনাটিকে ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। সংগঠনটি জানায়, ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের মানসিক ও শারীরিক মূল্যায়ন করা হচ্ছে।

এদিকে নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই মর্মান্তিক ঘটনায় পুরো পিসকাটাওয়ে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১১:৪৮










Follow Us