• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩২ সকাল ১০:২৫:০০ (07-Jan-2026)
  • - ৩৩° সে:

ভেনেজুয়েলায় ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র: আন্তোনিও গুতেরেস

৪ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৯:০৭

ভেনেজুয়েলায় ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র: আন্তোনিও গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Ad

৪ জানুয়ারি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।

Ad
Ad

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় চলমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের শনিবারের সামরিক অভিযানকে তিনি এই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। মহাসচিবের আশঙ্কা, এ অভিযানের ফলে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আরও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার পরিস্থিতি নিরপেক্ষভাবে বিবেচনা করলে এ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিপজ্জনক নজির স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানবোধের ঘাটতি মহাসচিবকে বিশেষভাবে উদ্বিগ্ন করেছে। তিনি সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে এই সংকট সমাধানের আহ্বান জানান মহাসচিব।

পৃথক এক বার্তায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফলকার তুর্ক বলেন, ‘ভেনেজুয়েলার জনগণের সুরক্ষা সর্বোচ্চ গুরুত্বের বিষয় এবং পরবর্তী যেকোনো পদক্ষেপের দিকনির্দেশনা এটিই হওয়া উচিত।’

এদিকে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা নিরাপত্তা পরিষদের সূত্র জানিয়েছে, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আগামী সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকে ভেনেজুয়েলার জাতিসংঘ প্রতিনিধিদলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা ফেডারেল হেফাজতে রয়েছেন।

শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অভিযানের অনুমোদন তিনি চার দিন আগেই দিয়েছিলেন। সূত্র: ইউএন নিউজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত
জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত
৭ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৩:৪৯



Follow Us