• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩২ সকাল ১০:৩০:২৪ (07-Jan-2026)
  • - ৩৩° সে:

মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানালেন রদ্রিগেজ

৪ জানুয়ারী ২০২৬ সকাল ১১:০৭:০২

মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানালেন রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট।

Ad

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ডেলসি রদ্রিগেজ জানান, জাতীয় প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠকের পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ওই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Ad
Ad

তিনি বলেন, দেশের সব রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা পরিষদ স্থায়ীভাবে সক্রিয় করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সমর্থনে ‘বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা’ সংক্রান্ত একটি ডিক্রি কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযান ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এটি জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। তিনি একে ‘বহিরাগত আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেন।

ডেলসি রদ্রিগেজ আরও জানান, প্রেসিডেন্ট মাদুরোর আহ্বানে দেশজুড়ে সমর্থকরা রাস্তায় নেমেছে এবং সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি দেশবাসীকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ভেনেজুয়েলা সংলাপে প্রস্তুত, তবে তা হতে হবে পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কারাকাসে পরিচালিত এক অভিযানে নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত
জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত
৭ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৩:৪৯


Follow Us