আন্তর্জাতিক ডেস্ক: ভারতবিরোধী অবস্থানের অভিযোগ তুলে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের শিলিগুড়ির ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’।

আজ ২৬ ডিসেম্বর শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।


সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, গত বছরের ডিসেম্বরে তারা বাংলাদেশিদের হোটেল না দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে সে সময় শিক্ষার্থী ও চিকিৎসার উদ্দেশ্যে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল। বর্তমানে সেই ছাড়ও প্রত্যাহার করা হয়েছে।
উজ্বল ঘোষ বলেন, ‘২০২৪ সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের হোটেল ভাড়া দেওয়া বন্ধ করেছিলেন। মানবিক বিবেচনায় তখন শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের হোটেল দেওয়া হচ্ছিল। কিন্তু বাংলাদেশে কথিত সহিংসতা ও ভারতবিরোধী বক্তব্যের কারণে এখন আর কোনো বাংলাদেশিকেই হোটেল দেওয়া হবে না।’
তিনি জানান, তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল রয়েছে এবং সব সদস্য এ সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করবেন।
এছাড়া সংগঠনের বাইরে থাকা আরও প্রায় ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্রের দাবি।
প্রতিবছর শিক্ষা, পর্যটন ও চিকিৎসার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি সফর করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available