• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:১৩:১০ (26-Dec-2025)
  • - ৩৩° সে:

ঢাকায় বেড়েছে শীতের তীব্রতা

২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৭:৩১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জুড়ে শীতের প্রভাব আরও জোরালো হয়েছে। ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ, সঙ্গে বেড়েছে হিমেল হাওয়ার তীব্রতা। তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

Ad

২৬ ডিসেম্বর শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

Ad
Ad

এর আগে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
আসিফ মাহমুদের ফেসবুক পেজ গায়েব
২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩৯:৪৭



সংবাদ ছবি
বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড
২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪২:৪০



Follow Us