• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:৩২:২৪ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৫:৩৩

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ফিফার চালু করা নতুন ‘ফিফা পিস প্রাইজ’ বা ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Ad

৫ ডিসেম্বর শুক্রবার বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে প্রথমবার এই পুরস্কার প্রদান করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে পুরস্কারটি তুলে দেন।

Ad
Ad

বিশ্বকাপের গ্রুপ ঘোষণার আগে মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘এটা আমার জীবনের অন্যতম বড় সম্মান। আমার কাছে এই পুরস্কারটি অনেক কিছু।’


গত মাসে ফিফা কোনো বোর্ড বা কাউন্সিলের অনুমোদন ছাড়াই এই পুরস্কার চালু করে। ফিফার দাবি, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মানুষকে এক করার জন্য কাজ করা ব্যক্তিদের সম্মানিত করতেই এই পুরস্কার।

তবে, পুরস্কার ঘোষণার সময়, বাছাই প্রক্রিয়া প্রকাশ না করা এবং ইনফান্তিনো–ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক সব মিলিয়ে এ নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর ট্রাম্পের জন্য এক ধরনের ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবেই এটি তৈরি করা হয়েছে।

নোবেল পুরস্কারের ক্ষেত্রে মনোনয়ন থেকে ভোট সব কিছুই স্পষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হয়। ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। কিন্তু ফিফার শান্তি পুরস্কারে কোনো মনোনয়ন, কোনো বাছাই মানদণ্ড বা বিজয়ী নির্ধারণের নিয়ম প্রকাশ করা হয়নি। ফিফার ৩৭ সদস্যের কাউন্সিলও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছর ১১ জুন থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। শুক্রবার আসরের ড্রতে ট্রাম্পের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
নওগাঁয় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৩:৩৯


সংবাদ ছবি
রংপুরে টাকা ও তাসসহ ২ জন গ্রেফতার
৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৩:৫৯


সংবাদ ছবি
নলডাঙ্গায় অতিরিক্ত ঠান্ডার-রেললাইনে ফাটল
৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৪:৩৬

সংবাদ ছবি
বকশীগঞ্জে বীজ ও সার বিতরণ
৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪১:৪৯






Follow Us