অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার স্বৈরাশাসক ও সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে 'জাতীয় বীর' হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে সুহার্তোর গায়ে স্বৈরাচার তকমা সেঁটে থাকার কারণে সরকারের সিদ্ধান্তে দেশের বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রয়াত একনায়ক সুহার্তোর বিরুদ্ধে অসংখ্যবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। তাকে 'বীরের মর্যাদা' দেয়ার বিষয়ে প্রবল আপত্তি তোলেন মানবাধিকারকর্মী ও বুদ্ধিজীবীরা।


নতুন করে সুহার্তোসহ ১০ ব্যক্তিকে এই মর্যাদা দেওয়া হয়। দেশটির বর্তমান প্রেসিডেন্টের সামরিক সচিব এই তালিকা পড়ে শোনান।
উল্লেখ্য, প্রেসিডেন্ট সুবিয়ান্তো হলেন সুহার্তোর সাবেক জামাই। অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রায় ৫০ জন প্রার্থীকে এই পদমর্যাদার জন্য মনোনীত করে।
এরপর তালিকা প্রকাশের পর সোমবার পুরষ্কার গ্রহণ করেন সুহার্তোর সন্তানরা। প্রেসিডেন্টের অফিসের লাইভস্ট্রিমে বক্তৃতায় বলা হয়, সুহার্তো ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের সময়ে খ্যাতি অর্জন করেন। ১৯৪৫ সালে জাকার্তায় যুদ্ধে জাপানি সেনাদের অস্ত্রসম্ভার নিষ্কাশনে নেতৃত্ব দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available