• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:১০:৩৬ (11-Nov-2025)
  • - ৩৩° সে:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৪১:০৩

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দিনব্যাপী ‘ট্রেনিং প্রোগ্রাম অন আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Ad

১১ নভেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

Ad
Ad

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান’র অনুষ্ঠানে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকদের মূল্যায়ন শিক্ষার্থীদের মাধ্যমেই হয়ে থাকে। তাই শিক্ষার্থীদের আচরণ শিক্ষকদের প্রতি যেমন সহিষ্ণু হবে, তেমনি শিক্ষকদেরও শিক্ষার্থীদের প্রতি সহিষ্ণু আচরণ করতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা যদি একজন শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলি কিন্তু ভালো আচরণের শিক্ষা দিতে না পারি, তাহলে এর কোনো অর্থ হয় না, কারণ সে কর্মক্ষেত্রে সফল হতে পারবে না।’

তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দিতে।

প্রশিক্ষণ কর্মশালায় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) এবং ফার্মেসি বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
খুলনা-মোংলা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি
১১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:১০








সংবাদ ছবি
ভোটারদের মন জয় করছেন আফরোজা খানম
১১ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৮:৫৯



Follow Us