• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:০২:৪৭ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

আফগানিস্তানে ফের ভূমিকম্প, নিহত ১৪০০ ছাড়িয়েছে

৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:২৫:৩৩

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার ৫ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত স্থানে মৃত্যু ও ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুইদিন আগে ৬ মাত্রার ভূমিকম্পের পর নতুন করে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো। এতে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

Ad
Ad

ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকায় হতাহত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad

মঙ্গলবারের ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। দুইদিন আগে আঘাত হানা ভূমিকম্পটিও ১০ কিলোটিমার গভীরে সংঘটিত হয়।

Ad

নতুন করে ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়লে উদ্ধার অভিযান বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এটির প্রভাবে আরও পাহাড় ধসে পড়ে। এতে করে আক্রান্তস্থলে যাওয়ার রাস্তা আরও কমে এসেছে।

প্রথম ভূমিকম্পের পর রয়টার্সের এক সাংবাদিক সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান বেশিরভাগ বাড়ি ধ্বংস হয়ে গেছে অথবা ভেঙে পড়েছে। যেসব বাড়ি প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েও দাঁড়িয়ে ছিল সেগুলো দ্বিতীয় ভূমিকম্পে ধসে পড়ে।

এখন পর্যন্ত ভূমিকম্পে ১ হাজার ৪১১ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন। অপরদিকে ৫ হাজার ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুইদিন পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিত মানুষ খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে। সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২