জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

৬ নভেম্বর বৃহস্পতিবার রাতে জকসুর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।


খসড়া তালিকা অনুযায়ী ৪১টি বিভাগ ও ইন্সটিটিউটে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫ জন। এরমধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে এবং সর্বনিম্ন ভোটার রয়েছে ভাস্কর্য বিভাগে।
নৃবিজ্ঞান বিভাগে ভোটার ৪২৬ জন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা ৯৬১, বাংলা ৪৭৪, রসায়ন ৫৫২, সিএসই ৩৪৬ ও ড্রইং এন্ড পেইন্টিং বিভাগে ভোটার সংখ্যা ১১৯ জন।
এছাড়া ইংরেজি বিভাগে ভোটার ৪৯৭, ফিল্ম এন্ড টেলিভিশনে ১৬৯, ফিন্যান্সে ৬১৬, ইতিহাসে ৪৮৩, আইইআর এ ৩৩৩ ও আইএমএলএ এ ২৪৩ জন।
আরও দেখা যায়- ইসলাম শিক্ষা বিভাগে ভোটার ৪৩৭, আইন বিভাগে ৫৮৫, মার্কেটিং এ ৫৯৮, গণযোগাযোগে ৫২৮, গণিতে ৫৩২, মাইক্রোবায়োলজিতে ২৮০, সংগীতে ২৩৬, পদার্থবিজ্ঞানে ৪২০, মনোবিজ্ঞান বিভাগে ৪৫৩, সমাজকর্মে ৪৬৭, সমাজবিজ্ঞান বিভাগে ৪৬৯ এবং নাট্যকলায় ১৭৮ জন।
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, প্রতিটি বিভাগে খসড়া তালিকা পাঠানো হয়েছে। আগামী ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১২ নভেম্বর।
তিনি জানান, অনেক বিভাগের তথ্য হালনাগাদ না হওয়ায় কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, যা রোববারের মধ্যে সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন। কেউ মনে করলে তার নাম বাদ গেছে-তিনি নিয়ম মেনে আপত্তি জানাতে পারবেন।
উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর প্রথমবারের মতো জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available