• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৫:০২:২৮ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

হুতিদের ব্যালাস্টিক মিসাইল হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ

১৮ মে ২০২৫ দুপুর ১২:০৭:২০

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন থেকে ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে সতর্কতা হিসেবে ইসরাইলে সাইরেন বেজে ওঠে এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়। চ্যানেল ১২-এর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, বেন গুরিয়ন ইসরাইলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর এটি। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ১৮ মে রোববার সকালে মধ্যে ইসরাইলের ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে।

ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরাইলের মধ্যাঞ্চলজুড়ে সতর্কতাস্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানায় দেশটির সামরিক বাহিনী। চ্যানেল ১২ জানায়, ইয়েমেন থেকে ইসরাইল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।

আল জাজিরা বলছে, গত শুক্রবার রাতে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রিত হোদেইদা ও সালিফ বন্দরে ১৫টি যুদ্ধবিমান দিয়ে ৩০টি বোমা ফেলেছে ইসরাইল। হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

ইসরাইলের হামলার একদিন পর ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা হলো। হুতিরা বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করছে।

চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। এতে বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৫:৩৬

সংবাদ ছবি
রহস্যময় ডোবায় এবার মিলল কলেজ ছাত্রীর মরদেহ
২২ সেপ্টেম্বর ২০২৫ ভোর ০৪:৫৪:৪৬








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২