• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩২ ভোর ০৪:২৪:৩৫ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩, আহত ৩০

২৯ জানুয়ারী ২০২৪ সকাল ০৭:৫৬:৩৮

সংবাদ ছবি
“মার্কিন সেনাদের ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের সিরিয়া সীমান্তবর্তী মার্কিন সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি সেনা। এর মাধ্যমে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো মার্কিন সেনারা নিহত হলেন।

Ad
Ad

সেনাদের উপর এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমরা এর জবাব দেব।’

Ad
Ad

২৮ জানুয়ারি রোববার সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তারা বলেছে, সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার ২২ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

Ad

সেনাদের মৃত্যুর বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন সেনা কর্মকর্তারা।

তবে হামলার পরপর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে তিনজন নিহত ও ২৫ জন আহত হওয়ার তথ্য জানায়। সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, ওয়ানওয়ে ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে। ওয়ানওয়ে ড্রোনে বিস্ফোরক থাকে। যেটি লক্ষ্যবস্তুতে পৌঁছে গিয়ে বিস্ফোরণ ঘটায়।

অন্যদিকে মার্কিন সেনা কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ড্রোনের আঘাতে আহত হয়েছেন ৩০ জন এবং তাদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

আকাশ প্রতিরক্ষা কেন জর্ডানের ঘাঁটিতে লক্ষ্য করে আসা এ ড্রোনটি প্রতিহত করতে পারেনি— সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা জানি এটি সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠিগুলোর দ্বারা সংঘটিত হয়েছে। আমরা তাদের তথ্য সংগ্রহ করছি, নিশ্চিত হওয়ার পর উপযুক্ত জবাব দেয়া হবে।’

গত ১৭ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন হামলার কবলে পড়েছেন মার্কিন সেনারা। তবে এর আগে কেউ নিহত হননি। অবশ্য আগের হামলাগুলো হয়েছে ইরাক ও সিরিয়াতে। জর্ডানের ঘাঁটিতে কারা ড্রোন হামলা চালিয়েছে সেটিও জানাননি মার্কিন কর্মকর্তারা।

হামাস ও ইসরায়েল যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র বলে আসছে, তারা চায় না যুদ্ধ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ুক। তবে জর্ডানে মার্কিন সেনাদের নিহত হওয়ার বিষয়টি মধ্যপ্রাচ্যের সংঘাতের গুরুতর বিষয় হয়ে উঠতে পারে বলে জানিয়েছে সিএনএন।

Recent comments

Latest Comments section by users

No comment available
Follow Us

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১