• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ রাত ১০:৪১:৪০ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

নতুন সম্পর্ক খুঁজছেন তামান্না

১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১৯:৩৪

নতুন সম্পর্ক খুঁজছেন তামান্না

বিনোদন ডেস্ক: বলিউডে অন্যতম চর্চিত জুটিদের মধ্যে ছিলেন বিজয় ভার্মা আর অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাদের একসঙ্গে দেখলে চোখে পড়ত গভীর ভালোবাসা; হাত ধরে, আঙুলে আঙুল জড়িয়ে হাজির হতেন নানা অনুষ্ঠানে। অথচ আজ তারা মুখোমুখি পর্যন্ত হতে চান না। এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি; তবে ভক্তদের অনুমান, নিঃশব্দেই আলাদা হয়ে গেছেন এই তারকা যুগল।

Ad

ঘনিষ্ঠ সূত্র বলছে, মূলত বিয়েকে ঘিরেই সমস্যা তৈরি হয়েছিল। তামান্না সংসারী হতে চাইছিলেন, কিন্তু বিজয় নাকি সে ব্যাপারে রাজি ছিলেন না। বিচ্ছেদের পর বিজয়ের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও, তামান্না নাকি এখনও সেই যন্ত্রণা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন। তবে ভালোবাসার ওপর আস্থা তিনি হারাননি।

Ad
Ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমি চাই কারও জীবনে দুর্দান্ত সঙ্গী হয়ে উঠতে। চাই, আমার প্রিয় মানুষটা যেন মনে করে, পূর্ব জন্মের পুণ্যের ফলেই আমাকে পেয়েছে। জানি না, সেই মানুষটি কে হবেন। তবে আমি নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি।’

তাহলে কি পরোক্ষভাবে বিজয়ের সঙ্গে প্রেম ভাঙার ইঙ্গিত দিলেন তামান্না? আর কি তিনি নতুন সম্পর্ক খুঁজছেন? উত্তর সময়ই দেবে, মনে করছেন তার ভক্তরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:২৮





Follow Us