নওগাঁ প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলসহ পাঁচ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীরা।

১১ জানুয়ারি রোববার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ‘চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বক্তারা বলেন, গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা ধরনের অনিয়ম ও অসদুপায়ের আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে প্রকৃত মেধাবীরা চরমভাবে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধন থেকে পরীক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো- অনিয়মপূর্ণ পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া, সকল চাকরির পরীক্ষা ঢাকায় আয়োজন করা এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন, একটি স্বতন্ত্র কমিটির মাধ্যমে সকল নিয়োগ পরীক্ষা পরিচালনা এবং একই দিনে ও একই সময়ে একাধিক পরীক্ষা না নেওয়া, পূর্বে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশ্ন প্রণয়ন বন্ধ করা এবং ভবিষ্যতে কোনো পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা।
মানববন্ধনের আগে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীরা শহরের দয়ালের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা মুক্তির মোড়ে এসে শেষ হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available