• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৮:৩৪:২১ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

চার তরুণ মেধাবী প্রকৌশলী পেলেন মর্যাদাপূর্ণ ‘ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড’

২৯ জুন ২০২৫ বিকাল ০৫:২৭:৫৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা উৎসাহিত করতে ‘হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়েছে।  

সম্প্রতি রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান (ডেপুটি চিফ অব মিশন) জনাব নাওকি তাকাহাশি, হোন্ডা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসাকি সুনোদা, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ডক্টর আইনুন নিশাত, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও জনাব সুসুমু মরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার জনাব শাহ মোহাম্মদ আশিকুর রহমান, এফসিএ, জনাব কাজুইকি কাতাওকা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জেট্রো, বাংলাদেশ, জনাব আশির উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, কিউশু বিশ্ববিদ্যালয়, জাপান এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান নাওকি তাকাহাশি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর টেকসই সমাধানের কোনো বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নবীন প্রকৌশলী ও বিজ্ঞানীদের উদ্যোগ আগামী দিনে একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বৈশ্বিকভাবে ২০০৬ সাল থেকে তরুণ মেধাবী প্রকৌশলীদের মূল্যায়ন এবং উৎসাহ প্রদান করতে ধারাবাহিকভাবে এই পুরস্কার প্রবর্তন করে আসছে হোন্ডা ফাউন্ডেশন। ২০১৯ সাল থেকে বাংলাদেশে প্রথম বারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এবারো হোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের হোন্ডা ‘ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৪’ বিজয়ীরা হচ্ছেন- অনিক সাহা (বুয়েট), ফাইরুজ মুবাশ্বিরা (বুয়েট), তাসলিমা হোসেন সানজানা (বুয়েট) এবং সাদমান সাকিব হিমেল (বুয়েট)।

অ্যাওয়ার্ড বিজয়ী ৪ জনের প্রত্যেককে ৩,০০০ মার্কিন ডলার, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও তাদের জাপানে উচ্চশিক্ষার ক্ষেত্রে হোন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭




সংবাদ ছবি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৮৪৯ জন
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৬:৪৭

সংবাদ ছবি
সখিপুরে গণপিটুনিতে অটো চোর নিহত
১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:৪০