নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছিনতাই ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

৮ নভেম্বর শনিবার দিবাগত রাতে বসিলা আর্মি ক্যাম্পের তৎপরতায় তাদের গ্রেফতার করা হয়।


বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরে এক যুবকের কাছ থেকে ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওটির ভিত্তিতে সেনাবাহিনী সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করে। ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে সম্প্রতি তাদের একজন ঢাকায় ফেরত এলে সেনাবাহিনী অভিযানে নামে।
অভিযানে মূল অভিযুক্ত শাওন (১৯) ও তার তিন সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) এবং আশিব (২৪)-কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছে, তিনিই ভাইরাল ভিডিওতে দেখা ব্যক্তিটি। সে তার ব্যবহৃত দেশীয় অস্ত্রও সেনা টহল দলের কাছে হস্তান্তর করে।
গ্রেফতার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক বা কাল— আইনের আওতায় আসবেই। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনো পলাতক, তাদেরও ধরতে অভিযান চলছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available