• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ০২:০০:১৩ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

পাটগ্রাম থানায় হামলা করে আসামি ছিনতাই ঘটনায় গ্রেফতার ৪

৫ জুলাই ২০২৫ সকাল ০৮:৫১:৫৮

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রহমতপুর মেসিরপাড়া এলাকার বাসিন্দা মাহিদুল ইসলাম, সোহাগপুরের আব্দুর রশিদ, বাউড়া গ্রামের হাবিবুর রহমান ও একই গ্রামের আবুল কালাম।

Ad
Ad

এদিকে ৪ জুলাই শুক্রবার রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি আচরণের দায়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশা জাহাঙ্গীর চপলকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এর আগে পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে যুবদল কেন্দ্রীয় কমিটি।

Ad

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সরেআ বাজার নামক এলাকায় চাঁদাবাজির সময় বেলাল ও সোহেল রানা চপল নামে দুই জনকে আটক করে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এসময় তাদের মুক্তির জন্য একযোগে সংঘবদ্ধভাবে থানায় হামলা চালায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ তাদের বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ হয়। এতে ওসিসহ আট পুলিশ সদস্য আহত হন।

পরেরদিন সকালে ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পাটগ্রাম থানায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং শতাধিক অজ্ঞাতনামা আসামি করে মামলা করে।

এর আগে থানায় ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান শুক্রবার দুপুরে পাটগ্রাম পৌর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। ঐ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। এটি প্রশাসনিক ও ব্যবসায়িক বিরোধের বহিঃপ্রকাশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ দেখে অনেককে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার ৪ জনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫







Follow Us