• ঢাকা
  • |
  • বুধবার ৫ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:৩৭:০৮ (19-Nov-2025)
  • - ৩৩° সে:

পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়াকে গুলি করে হত্যা

১৭ নভেম্বর ২০২৫ রাত ০৮:৪৬:৩৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : ঢাকার পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে ‘অস্ত্রধারী সন্ত্রাসীরা’ গুলি করে হত্যা করেছে।

Ad

১৭ নভেম্বর সোমবার রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তবে কে বা কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিক তিনি তা জানাতে পারেননি।

Ad
Ad

আমিনুল হক জানান, পল্লবী থানা এলাকায় তাকে ৫ রাউন্ড গুলি ছুড়ে হত্যা করা হয়। গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

কিবরিয়া খুনের ঘটনায় পল্লবী-মিরপুরসহ আশপাশের এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সাভারে ইটভাটা মালিক-শ্রমিকদের মহাসড়ক অবরোধ
১৯ নভেম্বর ২০২৫ দুপুর ০২:০৪:২৫


সংবাদ ছবি
উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি
১৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:২১:৫৮


সংবাদ ছবি
বিশেষ সম্মাননা পেলেন মুশফিকুর রহিম
১৯ নভেম্বর ২০২৫ দুপুর ০১:০৭:১০






Follow Us