ঢাকা কলেজ প্রতিনিধি: চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধ্যাদেশ মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি পালন করছে।

১৯ জানুয়ারি সোমবার বেলা ১টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের ফুটপাতে কাঠ ও বাঁশ দিয়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি করা হয়। এ সময় মাস্টার্স শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে আন্দোলনকারী স্বল্পসংখ্যক শিক্ষার্থী এই মঞ্চে অবস্থান করছেন।


একই সময়ে বাঙলা কলেজের সামনে একটি, কবি নজরুল ও সোহরাওয়ার্দী মিলে একটি এবং তিতুমীর কলেজের সামনে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ তৈরি হচ্ছে।
এ সময় সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনে মুখপাত্র আবদুর রহমান বলেন, ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ হবে। ৭টি ক্যাম্পাসের সামনে মোট ৪টি মঞ্চে ভাসমান মঞ্চটি বিচরণ করবে। নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চ একেক ক্যাম্পাসে জনসভা করে সংকট এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। চাইলে সাংস্কৃতিক কার্যক্রমও হতে পারে।
তিনি আরও বলেন, এই সপ্তাহের বুধবারে অধ্যাদেশের ব্যাপারে কোনো প্রকার নেগেটিভ আপডেট এলে সেদিনই মার্চ ফর যমুনা হতে পারে। বুধবার আপডেট পজেটিভ হলে বৃহস্পতিবার ৪টি অধ্যাদেশ মঞ্চ থেকে সবাই একযোগে সায়েন্স ল্যাবের ভাসমান মঞ্চে একত্র হবে। সেখান থেকে বৃহৎ আনন্দ মিছিল বের হয়ে ঢাকা বিচরণ করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available