লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটির লগদুতে অসহায় হতদরিদ্র পরিবারকে আর্থিক অনুদান দিয়ে পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

১৯ জানুয়ারি সোমবার দুপুর ২টায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোন কমান্ডার মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি"র নির্দেশনায় লে. মেহেরাব অসহায় গরীব মৃত মো. আলমগীরের মেয়ে মোছা. আখি আক্তার'কে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।


সদ্য পিতৃহারা ভুক্তভোগী ও তার পরিবার সেনাবাহিনীর তথা লংগদু জোন কমান্ডারের এমন মানবিক সহায়তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া ও প্রার্থনা করে।
জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণ নিরাপত্তার বিষয়েও সর্বদা কাজ করে যাচ্ছেন সেনাবাহিনী। এধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available