গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবির) রাষ্ট্রবিজ্ঞান ও একাউন্টিং বিভাগের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসানকে লাঞ্ছনা ও হামলার ঘটনা ঘটে।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০টার সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরের সামনে এই ঘটনা ঘটে। দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিক মাহমুদুল হাসান সংবাদ সংগ্রহকালীন তার উপর হামলা করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী।


জানা যায়, সংঘর্ষের ঘটনা ঘটে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে। এসময় দুই বিভাগ তর্কে জড়ায়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ। এসময় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের হামলায় গুরুতর আহত হন একাউন্টিং বিভাগের স্নাতকের শিক্ষার্থী সজীব চন্দ্র দাস। সংঘর্ষের শেষে হসপিটালে নেয়া হলে এক্সরে রিপোর্ট থেকে জানা যায় তার হাতের হাড়ে ফাটল ধরেছে। পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়।
এদিকে সংঘর্ষ স্থলে উপস্থিত দৈনিক কালবেলা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদককে হামলা করে
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ হামজাসহ কয়েকজন। ঘটনার ভিডিও চিত্র ধারণ কালে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।
এ বিষয়ে, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন," সাংবাদিককে লাঞ্ছনার বিষয়টি আমরা অবগত হয়েছি। সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নিব এবং আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হসপিটালে নিয়েছি এবং তার চিকিৎসার ব্যবস্থা করেছি। দুইপক্ষের সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছি। আগামীকাল দুই বিভাগের অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available