মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

২৬ ডিসেম্বর শুক্রবার সকালে মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।


অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা বিতরণ করেন।
গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের আওতায় সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে একটি হারমোনিয়াম, রাধাকৃষ্ণ মন্দিরে একটি সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। পাশাপাশি সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এলাকার কার্বারী ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয় এবং ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এছাড়াও মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া ইসলাম এবং ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী স্থানীয় পাহাড়ি ও বাঙালি মিলিয়ে ২০৪ জন সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী বলেন, প্রত্যন্ত অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী অর্থনৈতিক সংকটের কারণে মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে। মাটিরাঙ্গা জোন ঘরের দুয়ারে এসে এই সেবা পৌঁছে দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জোনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই সাধারণ মানুষের পাশে রয়েছে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available