• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:৪৭:১৩ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

৬ নভেম্বর ২০২৫ সকাল ০৯:২৯:১০

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধর ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় অর্থনীতি বিভাগের তিন শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আরও নয় শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Ad

৫ নভেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার তদন্তে তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

তদন্ত কমিটির সুপারিশ এবং গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার সিদ্ধান্ত অনুযায়ী, অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান (রোল নং ৭০৭৮) সাংবাদিককে তলপেটে লাথি মারেন ও তার মোবাইল রিসেট করে মেডিকেল সেন্টারে ফেলে রাখেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বরাতে প্রক্টর অফিসে মিথ্যা অভিযোগ দায়ের করায় তাকে চতুর্থ বর্ষে দুই সেমিস্টারের জন্য সর্বপ্রকার একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

একই ঘটনায় একই বর্ষের শিক্ষার্থী রিয়াজ মোর্শেদ (রোল নং ৭০২০) অপরাধ সংঘটনে প্রত্যক্ষ সহযোগিতা এবং আফসানা পারভীন তিনা (রোল নং ৭০৫১) মোবাইল কেড়ে নেওয়া ও উস্কানিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদেরকেও একই মেয়াদের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

এছাড়া সতর্ক করা হয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম (২০২২-২৩), মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেন (২০২২-২৩), সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব (২০২০-২১) এবং ফরিদুল আলম পান্না (২০১৯-২০)–কে।

জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী বলেন, ‘আমরা শনিবার এ বিষয়ে হল প্রশাসনের মিটিং করে সিদ্ধান্ত নেব। তবে তারা যেহেতু বর্তমানে বৈধ শিক্ষার্থী নয়, তাই হলে না থাকার সিদ্ধান্ত আসতে পারে।’

শহীদ আনাস হলের প্রভোস্ট ড. মো. আব্দুল কাদের বলেন, ‘এখনও হাতে অফিস আদেশ পাইনি। তবে ছাত্রত্ব না থাকায় পরবর্তীতে মিটিং করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
জামিন পেলেন লতিফ সিদ্দিকী
৬ নভেম্বর ২০২৫ দুপুর ০১:১০:০৪









সংবাদ ছবি
গাজীপুরে আগ্নেয়াস্ত্রসহ ৭ জন গ্রেফতার
৬ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩০:৪৪


Follow Us