আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
আজ ২৪ অক্টোবর শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কর্ণুল জেলায় ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।


কর্ণুল জেলার উল্লিন্দাকোন্ডা এলাকার কাছে জাতীয় মহাসড়ক-৪৪ এ ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে তখন প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে স্পার্ক সৃষ্টি করে, যা থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
কর্ণুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাটিল এনডিটিভিকে জানান, রাত তিনটার দিকে কাবেরি ট্রাভেলসের একটি ভলভো বাস হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। পথে এটি একটি দুই চাকার যানকে ধাক্কা দেয়, যা বাসের নিচে আটকে যায়। এতে আগুন লেগে যায় বলে ধারণা করা হচ্ছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে আগুন লাগার সঠিক কারণ তদন্ত করছে।
তিনি আরও জানান, যেহেতু এটি এয়ারকন্ডিশনড বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভেঙে বের হতে হয়। যারা কাচ ভাঙতে পেরেছিলেন, তারা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন।
মোট ৪০ জন যাত্রী, চালক ও কর্মচারীসহ বাসে ছিলেন। এর মধ্যে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available