• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৫৪:৩৯ (22-Sep-2025)
  • - ৩৩° সে:

সকাল থেকে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি

২২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৩১:২১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি। সেই সঙ্গে ছিল বজ্রপাত। সকাল পৌনে ছয়টার দিকে অঝোরে বৃষ্টি নামে। সাতটা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে।

এ কারণে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেছে। পথচারীরা পড়েছেন ভোগান্তিতে।

Ad
Ad

সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মনিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, জিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে। কোথাও ছিল হাঁটুপানি, কোথাও কোমরসমান।

Ad

বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শামীমা নাসরিন বলেন, সকালে কারওয়ান বাজারে অফিসে যাওয়ার পথে গ্রিনরোডে তিনি হাঁটুপানি পার হয়ে এসেছেন। পশ্চিম তেজতুরী বাজারে রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে গেছে।

ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে এসেছেন বলে জানিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শিপন আহম্মেদ।

বেসরকারি প্রতিষ্ঠানে রাতের শিফট শেষে সকালে বাড়ি ফেরার পথে জিগাতলা, গ্রিনরোড ও নিউমার্কেট এলাকায় রাস্তায় পানি জমেছে বলে জানান এস এম জারিফ। তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বেশির ভাগই ভিজেছে। স্কুলগামী শিশুদের কোলে নিয়ে মা–বাবাকে যেতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ উত্তর বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা।

আবহাওয়া অধিদপ্তর এটি এখনো ঘোষণা না করলেও এর প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে মনে করছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

শাহীনুল ইসলাম আজ সকালে বলেন, ইতিমধ্যেই লঘুচাপ সংঘটিত হয়ে যেতে পারে। আর সম্ভবত এর প্রভাবেই আজকে বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, উপকূলীয় অঞ্চলসহ দেশের সর্বত্রই বৃষ্টি হচ্ছে। তবে উপকূলে বেশি বৃষ্টি হচ্ছে ।

আজ উত্তর বঙ্গোপসাগরে এবং আগামী পরশু বুধবার পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা। তিন দিনের ব্যবধানে দুটি লঘুচাপ সৃষ্টি খুব অস্বাভাবিক না হলেও এর প্রভাবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এখন আপাতত কমে গেলেও রাজধানীতে আজকের দিনেও মেঘলা আকাশ সেই সঙ্গে বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন শাহীনুল ইসলাম।

কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ছিল প্রচণ্ড ভ্যাপসা গরম। গতকাল রোববার ও তার আগের দিন শনিবার ঢাকার আকাশ ছিল ঘোলাটে।

আজ থেকে বৃষ্টি বাড়তে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
২২ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৫









Follow Us