• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ সকাল ১১:৫৭:০০ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

দ্বিতীয় দফায় বরিশাল থেকে ভারত গেলো ১০ টন ইলিশ

২৩ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:০০:৪৯

দ্বিতীয় দফায় বরিশাল থেকে ভারত গেলো ১০ টন ইলিশ

বরিশাল (উত্তর) প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয় দফায় বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে ভারতে পাঠানো হয়েছে ১০ টনেরও বেশি ইলিশ। ২২ সেপ্টেম্বর শুক্রবার রাতে ২ রফতানিকারকের মাধ্যমে এ ইলিশ পাঠানো হয়।

Ad

এর মধ্যে দিয়ে বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল পাঠিয়েছেন আট টন ইলিশ। এ ছাড়া ঢাকার জে জে এন্টারপ্রাইজের মাধ্যমে ৬০ মণ (দুই টনের বেশি) ইলিশ পাঠিয়েছেন পোর্ট রোড মোকামের ব্যবসায়ী খান হাবিব।

Ad
Ad

জানা গেছে, দ্বিতীয় চালানে পাঠানো মাছের দাম স্থানীয় বাজারের চেয়ে কম। ভারতে রফতানি করা ৬০০ থেকে ৯০০ গ্রাম সাইজের ইলিশ শুক্রবার নগরীর পোর্ট রোড বাজারে ৫৮ হাজার টাকা প্রতিমণ বিক্রি হয়েছে। সে হিসাবে প্রতিকেজি বিক্রি হয়েছে ১ হাজার ৪৫০ টাকা। আর ভারতে পাঠানো ইলিশের প্রতিকেজির দাম পড়ছে ১০ ডলার হিসেবে ১ হাজার ১০০ টাকা।

রফতানিকারক নীরব হোসেন টুটুল বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদীতে ইলিশ নেই। সাগরেও ট্রলার যেতে পারছে না। পোর্ট রোডে ইলিশের সংকট রয়েছে। তাই রফতানির জন্য ইলিশ কিনতে ঝামেলায় পড়তে হচ্ছে। ইলিশ সংকট থাকায় ৮ টন পাঠানো হয়েছে।

পোর্ট রোডের ব্যবসায়ী খান হাবিব বলেন, ঢাকার জে জে এন্টারপ্রাইজের মাধ্যমে পোর্ট রোড থেকে ৬০ মণ ইলিশ রাতে ভারতে পাঠানো হয়েছে।

পোর্ট রোডের ব্যবসায়ী মো. মামুন জানান, শুক্রবার পোর্ট রোড বাজারে এলসি সাইজের ইলিশ ৫৮ হাজার, কেজি সাইজের ইলিশ ৬৩ হাজার, এক কেজি ২০০ গ্রাম সাইজের ইলিশ ৬৮ হাজার ও দেড় কেজি সাইজের ইলিশ ৭৬ হাজার টাকা প্রতিমণ বিক্রি হয়েছে।

ইলিশ সংকটের কারণে দাম বেড়ে গেছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, অন্য বছর ইলিশের ভরা মৌসুমে মোকামে প্রতিদিন কোটি টাকার বিক্রি হতো। এখন সেখানে ৪০ থেকে ৫০ লাখ টাকার মাছ বিক্রি হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সুনামগঞ্জে মাদকসহ পুলিশ সদস্য আটক
সুনামগঞ্জে মাদকসহ পুলিশ সদস্য আটক
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪৮:১০

ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৯:১৫



কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত
কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক নিহত
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৪:২৯


টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫৪:৫৭




Follow Us