বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে উত্তরাঞ্চলের দুই শ্রমিকদের বিরুদ্ধে। ওই বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

২৬ জানুয়ারি সোমবার দিনগত রাতে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, বাসাইলের ঘোষাখালি গ্রামের মোতাহার সিকদার ঠান্ডু (৮০) ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৭০)। মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে দুই শ্রমিককে কাজ করার জন্য বাড়িতে নিয়ে আসে। গতরাতে ঠান্ডুর পেট ব্যথা অনুভব করলে ওই শ্রমিকরা তাদের সঙ্গে থাকা ওষুধ খেতে দেয়। ছেলের বউ সকালে শ্বশুর-শাশুড়িকে ঘুম থেকে না উঠায় ডাকাডাকি করে। পরে ঘরের বারান্দার দরজার পাশে টিন কাঁটা দেখতে পাই। এক পর্যায়ে ঘরে গিয়ে দেখেন তারা বিছানায় পড়ে আছে। ঘরের আসবাবপত্র এলোমেলো হয়ে ছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রমিকরা শ্বাসরোধে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে ঘরে থাকা টাকা ও স্বণালংকার লুট করে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available