• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ দুপুর ১২:৫৯:৫৪ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন

২১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:০৭:০৫

সেনবাগে দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন পাঁচজন প্রার্থী।

Ad

মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সাইয়েদ আহম্মদ এবং খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা তোফাজ্জ্বল হোসেন।

Ad
Ad

বর্তমানে নোয়াখালী-২ আসনে বৈধ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুক, এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা খলিলুর রহমান এবং স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী কাজী মফিজুর রহমান।

এর আগে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এবং জাসদ (রব) দলের তারা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন মন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় সাতজন।

পরবর্তীতে জোটগত সিদ্ধান্তের কারণে জামায়াত ও খেলাফত মজলিসের দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জানা গেছে, এ আসনে জামায়াতের সঙ্গে জোটের অংশ হিসেবে আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়। সে অনুযায়ী জোটের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান।

২০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে পাঁচজন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুই দশক পর সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান
দুই দশক পর সন্ধ্যায় সিলেট যাচ্ছেন তারেক রহমান
২১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৮:৩৯











Follow Us