• ঢাকা
  • |
  • বুধবার ৮ই মাঘ ১৪৩২ সকাল ১১:১১:০০ (21-Jan-2026)
  • - ৩৩° সে:

রাশেদ খানের আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার ফিরোজ

২১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৭:৪৬

রাশেদ খানের আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার ফিরোজ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করেছে বিএনপি।

Ad

২০ জানুয়ারি মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম ফিরোজকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সাইফুল ইসলাম ফিরোজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আসা রাশেদ খান।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার
সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার
২১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:০০:০২


Follow Us