• ঢাকা
  • |
  • সোমবার ৬ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩১:৪১ (19-Jan-2026)
  • - ৩৩° সে:

সাভারে ছয় খুনের ঘটনায় যা জানাল পুলিশ, সিসিটিভি ফুটেজে শনাক্ত ‘সাইকো সম্রাট’

১৯ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৮:৩৫

সাভারে ছয় খুনের ঘটনায় যা জানাল পুলিশ, সিসিটিভি ফুটেজে শনাক্ত ‘সাইকো সম্রাট’

সাভার প্রতিনিধি: সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারকে কেন্দ্র করে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’ (৪০) নামের এক ব্যক্তিকে।

Ad

পুলিশের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোট ছয়টি হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়েছেন। সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম।

Ad
Ad

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পার্বতীনগর এলাকায় অবস্থিত পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারে ৫ জনের ও সাভার মডেল মসজিদ এলাকায় ১ জনের  অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়।
প্রথম ঘটনা ঘটে ২৯ আগস্ট ২০২৫। কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পচে যাওয়ায় আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় হত্যা ও মরদেহ গোপনের অভিযোগে মামলা দায়ের করা হয়।

এরপর ১১ অক্টোবর ২০২৫ একই ভবনের দ্বিতীয় তলার বাথরুমের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার হয়। তার মাথা ও গলায় কাটা জখমের চিহ্ন পাওয়া যায়।

১৯ ডিসেম্বর ২০২৫ দ্বিতীয় তলার বাথরুম থেকে আগুনে পোড়া ও গলিত অবস্থায় এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়, যা তদন্তকারীদের ধারণায় পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। এ ছাড়া ৩–৪ জুলাই ২০২৫ সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার মডেল মসজিদের নিকট ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে এ ঘটনায় হত্যা মামলা রুজু করা হয়।

সর্বশেষ ১৮ জানুয়ারি ২০২৬ কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার বাথরুম থেকে আগুনে পোড়া দুইটি মরদেহ উদ্ধার হয়। নিহতদের একজন আনুমানিক ২৫ বছর বয়সী ব্যক্তি এবং অপরজন একজন কিশোরী। আগুনে দগ্ধ হওয়ায় মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।
এই ঘটনার পর তদন্তে গতি আসে।

কমিউনিটি সেন্টারে স্থাপন করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ একজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে মশিউর রহমান খান সম্রাটকে।

পুলিশ জানায়, তিনি ভবঘুরে পরিচয়ে দীর্ঘদিন ওই এলাকায় ঘোরাফেরা করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একই স্থানে সংঘটিত দুইটি এবং আগের চারটি হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য দিয়েছেন।

এসব ঘটনায় সাভার মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো বাংলাদেশ দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নওগাঁয় সরিষা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁয় সরিষা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
১৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:০২:২৩









Follow Us