• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ বিকাল ০৫:৪৩:৫৪ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক

১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৬:২৯

বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ আর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Ad

উপজেলার ডৌয়াতলা ইউনিয়নসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে ব্যাপক ব্যস্ততা। অনেক কৃষক নিজ উদ্যোগে ধান কাটলেও কোথাও কোথাও শ্রমিক সংকটের কারণে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা হচ্ছে। এ সময় কৃষকদের সঙ্গে পরিবারের সদস্যরাও মাঠে নেমে কাজ করছেন।

Ad
Ad

ডৌয়াতলা ইউনিয়নের কৃষক আবদুস সালাম বলেন, এবার ধানের ফলন খুব ভালো হয়েছে এবং উৎপাদন খরচও তুলনামূলক কম হয়েছে। একই ধরনের কথা জানান বুকাবুনিয়া ইউনিয়নের কৃষক শুকুর আহমেদ। তিনি বলেন, এ বছর ভালো ফলনের পাশাপাশি বৃষ্টি না হওয়ায় ধান নষ্ট হয়নি। এতে কৃষকরা আশাবাদী।

উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা তাসমিন জানান, চলতি মৌসুমে বামনা উপজেলায় ৬ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এতে মোট উৎপাদন হয়েছে প্রায় ২০ হাজার ৭৩৪ মেট্রিক টন। তিনি বলেন, কৃষি বিভাগ থেকে কৃষকদের সময়মতো ধান কেটে দ্রুত ও নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আমন ধান কাটার এই ব্যস্ততার মধ্যেই গ্রামাঞ্চলে ফিরেছে উৎসবের আমেজ। নতুন ধান ঘরে ওঠায় কৃষক পরিবারগুলোতে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ধান কাটাকে ঘিরে গ্রামজুড়ে কর্মচাঞ্চল্য ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ফাঁদ জব্দ
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৪৪:০৯


বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
বামনায় আমন ধান কাটায় ব্যস্ত কৃষক
১৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৬:২৯




Follow Us