• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ রাত ০৩:৩২:৩৭ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে বিএনপি-এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন

১০ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৬:০৩

নোয়াখালীতে বিএনপি-এনসিপির মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১৫ জন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

Ad

৯ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।

Ad
Ad

স্থানীয়রা জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় সড়কের ইট ও বালু বিক্রির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এনসিপির দাবি, পরিকল্পিত হামলায় তাদের ১০ জন নেতাকর্মী আহত এবং কয়েকটি মোটরসাইকেল লুট হয়।

অন্যদিকে বিএনপির অভিযোগ, তাদের নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এতে দুইজন গুরুতর আহত হন।

হাতিয়া উপজেলা ছাত্রদলের নেতা ইয়াসিন আলী সুজন বলেন, এনসিপির নেতাকর্মীরাই প্রথমে বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, রাস্তা সংস্কারের কাজ চলাকালে ভিডিও ধারণ করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় এবং প্রতিবাদ জানালে এনসিপির সমর্থকরা মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষ বাধে।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতারা রাস্তা কেটে ইট-বালু ও পিচ বিক্রি করছেন। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষ হামলার শিকার হন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী মো. মাহবুবুর রহমান শামীম বলেন, বিএনপির সম্মানহানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়েছে, যার জেরেই এ সহিংসতা ঘটেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us