রংপুর ব্যুরো: শীতে কাঁপছে উত্তরাঞ্চল। দিনের বেলা মিলছে না সূর্যের দেখা। শীর শীর বাতাসে নাস্তানাবুদ দুস্থরা। কম্বলের জন্য চলছেন হাহাকার। শীতার্ত মানুষের মাঝে এগিয়ে এসেছে রংপুর মহানগর পুলিশ।

৪ জানুয়ারি রোববার রাত সাড়ে ১১টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে দুঃস্থ মানুষের মধ্যে মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী নিজ উদ্যোগে শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় বয়স্ক এবং দুঃস্থ শীতার্ত শতাধিক নারী ও পুরুষের গায়ে নিজে কম্বল জড়িয়ে দেন পুলিশ কমিশনার। যারা ঘুমন্ত ছিলেন, তাদের না জাগিয়ে কম্বল গায়ে জড়িয়ে দেন তিনি।


এর আগে নগরীর রেলওয়ে স্টেশনে ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, উপ-পুলিশ কমিশনার ( হেড কোয়ার্টার্স) হাবিবুর রহমান, উপ পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ প্রমুখ।
গেলো প্রায় ১০ দিন ধরে এই অঞ্চলে সূর্যের দেখা মিলছে না। চলছে শৈত্য প্রবাহ। হিম ঠান্ডায় দুঃস্থ ও দিন আনা দিন খাওয়া মানুষের পড়েছেন মহা বিপাকে। কম্বলের জন্য তাদের মাঝে চলছে হাহাকার। এই সময়ে কম্বল পেয়ে খুশি দুঃস্থরা।
মেডিক্যাল ক্যাম্পাসে পুলিশ কমিশনারের দেয়া কম্বল পেয়ে স্বস্তি এসেছে ষাটোর্ধ্ব আবুল হোসেনের। তিনি জানান, কে দিলো কম্বল সেটা জানি না। রোগী নিয়ে এসেছি নীলফামারী থেকে। সাথে যা এনেছিলাম তা দিয়ে রোগীর শীত নিবারণ হচ্ছে না। এই কম্বলটা পাওয়ায় রাতে অন্তত ঠাণ্ডা থেকে একটু নিবারণ হবে।
২নং ওয়ার্ডে কম্বল পেয়েছেন সাবরিনা আখতার। তিনিও জানান, স্বস্তির কথা। দেখে মনে হলো পুলিশ কম্বল দিলো। আমার খুব উপকার হলো। কারণ ৭ দিন থেকে রোগী নিয়ে এসেছে ঠাকুরগাঁও থেকে। এসেই ঠাণ্ডায় ভূগতেছি। বেশ উপকার হলো।
নগরীর রেল স্টেশনে ভাসমান ভিখারী আমজাদ হোসেন। তিনি জানান, ‘কাই যে কম্বল গাত দিয়া দিল। চিনলাম। আল্লাহ তার ভালো করুক।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রচণ্ড ঠাণ্ডায় সরকারি বেসরকারি তরফ থেকে যে কম্বল বিতরণ করা হচ্ছে। তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য।
কম্বল বিতরণের মাঝখানে মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, ‘কিছু কম্বল আমরা বিতরণ করছি। আমাদের টার্গেট পঞ্চাশোর্ধ্ব মানুষকে দেয়া। সেটাই করছি। অবস্থা খুবই ভয়াবহ। বিত্তবানদের শীতার্ত দুঃস্থদের পাশে দাঁড়ানো খুবই জরুরি।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, ‘প্রতিটি ডিসির কাছে এরই মধ্যে সাড়ে ৭ হাজার করে কম্বল এসেছে। সেগুলো বিতরণ করা হচ্ছে। আরও চাদিহা পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available