• ঢাকা
  • |
  • রবিবার ২০শে পৌষ ১৪৩২ রাত ০৩:০৫:৪৩ (04-Jan-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, চালক আহত

৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৬:২১

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, চালক আহত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯) গুরুতর আহত হয়েছেন।

Ad

৩ জানুয়ারি শনিবার ভোরে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। আহত চালক ওবায়দুর রহমানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি ট্রাক বালু সংগ্রহের উদ্দেশ্যে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার হুসাইনের মৃত্যু হয় এবং চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার পর একটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে অপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং পলাতক চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us