সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে নকল ‘প্যারাসুট’ নারকেল তেল উৎপাদনের একটি কারখানার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন।

২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।


প্লাস্টিক বোতলের রঙিন লেবেল এবং বিএসটিআই লোগো থাকায় সাধারণ ভোক্তারা সহজেই এই নকল তেলকে আসল পণ্য মনে করতে পারতেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই এবং জেলা প্রশাসনের টাস্কফোর্স মিলিতভাবে এই অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, কৃষ্ণপুর বাজারের তৈয়বুর রহমানের মালিকানাধীন ‘বিউটি ওয়েল এন্ড রাইস’ মিলটি অস্বাস্থ্যকর পরিবেশে নারকেল তেল তৈরি এবং বাজারজাত করছিল। তেল উৎপাদনের সময় ব্যবহারকারীদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা মান না রাখা, কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘প্যারাসুট’ ব্র্যান্ডের আসল মোড়কের আদলে নকল বোতল তৈরি করা হচ্ছিল।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম বলেন, “নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ধারার অধীনে এই ধরনের অপরাধ দমন করা হয়। তাই মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
এ ধরনের অভিযান ভবিষ্যতে ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারী ব্যবসায়ীদের সতর্ক করবে এবং ভোক্তাদের নিরাপদ পণ্য ব্যবহারের নিশ্চয়তা দেবে বলে সংশ্লিষ্টদের দাবি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available