যশোর প্রতিনিধি: জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে বেনাপোল থেকে আন্তর্জাতিক চেকপোস্ট পর্যন্ত লং মার্চ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

১৯ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বেনাপোল বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে শেষ হয়। এতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ভারতবিরোধী স্লোগান, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।


চেকপোস্ট এলাকায় পৌঁছে এনসিপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে এনসিপি নেতা আব্দুল মান্নান মাস্টার বলেন, ‘আজকের ছাত্রসমাজ বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি কোনোভাবেই মেনে নেবে না। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা আধিপত্যবাদী আচরণ করলে ছাত্রসমাজ রাজপথ থেকেই তার জবাব দেবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা শরিফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অথচ দীর্ঘ সময় পার হলেও এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা ও রাজনৈতিক উদাসীনতার প্রমাণ।’
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সীমান্ত এলাকায় ভারতের আগ্রাসী আচরণ, অনৈতিক প্রভাব বিস্তার এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
লং মার্চ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available