স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের বন বিভাগ এলাকায় সংঘটিত আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মারুফ খানকে গ্রেফতার করেছে র্যাব।

১৭ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নরসিংহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মারুফ খান শরীয়তপুর পৌরসভার দক্ষিণ মধ্যপাড়া এলাকার বাসিন্দা রাজ্জাক খানের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর দুই সন্তানের জননী তার পরকীয়া প্রেমিকের সঙ্গে মাদারীপুর ঘুরতে যান। ঘোরাফেরা শেষে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মনোহর মোড় থেকে হেঁটে বন বিভাগের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাদের মারধর করে বন বিভাগের ভেতরে নিয়ে যায়। পরে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও দলবদ্ধ ধর্ষণ করা হয় এবং টাকা দাবি করা হয়।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ (মাদারীপুর) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ) যৌথ অভিযান পরিচালনা করে মারুফ খানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থার জন্য পালং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পালং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা সবসময় ক্লুলেস হত্যা মামলাসহ চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারের কাজ করে থাকি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available