• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ রাত ১১:১৭:৪৭ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৩০:২৭

সংবাদ ছবি

রামু-কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

Ad


১৫ ডিসেম্বর সোমবার সকালে উখিয়া সেনা ক্যাম্পের উদ্যোগে উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

Ad
Ad

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেহরাব রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়া এবং ওয়ারেন্ট অফিসার শাহীন। তাঁদের উপস্থিতিতে চার শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষজন বলেন, প্রচণ্ড শীতে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে যখন দিন কাটানো কঠিন হয়ে পড়েছিল, তখন সেনাবাহিনীর এ সহায়তা তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ। এ মানবিক উদ্যোগের জন্য তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ক্যাম্প কমান্ডার মেহরাব রহমান বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই কার্যক্রমের মাধ্যমে চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসা উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শীতার কষ্ট লাঘব সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বগুড়ায় খেজুরের রস পানে শিশুর মৃত্যু
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৮:৪১






সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ২০০
১৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৯:১৬




Follow Us