ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে দিনাজপুৃরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়, মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনোরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদ, জুলকার নাইন শিহাব, রাহাত মাহমুদসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।


প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর উপর হামলা নিঃসন্দেহে একটি রাজনৈতিক অশনি সংকেত। ওসমান হাদীর উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ওসমান হাদীদেরকে দমানো যাবে না প্রতিটি ঘরে ঘরে ওসমান হাদী তৈরি হবে।
তারা বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের উদ্দেশে বলতে চাই, তোমাদের এই নোংরা হামলার জবাব দেওয়া হবে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তারা আরও বলেন, দেশে পুলিশ, আরমিসহ বিভিন্ন আইনসৃঙ্খলা বাহিনী থাকার পরেও এভাবে হামলা হয়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারে না। বর্তমান সরকার একটি অথর্ব সরকার। যারা রক্ত দিয়ে জীবন দিয়ে নতুন করে দেশ স্বাধীন করেছে তাদের নিরাপত্তা কথায়? আমরা এখোনো ঘরে ফিরিনি, আর যদি একটি যোদ্ধার উপর হামলা হয় তবে ঘরে ঘরে আগুন জলবে।
হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। তাদেরকে চিহিৃত করে খুজে বের করে আইনের আওতায় আনতে হবে। সবশেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দোয়া কমনা করেছেন তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available