চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভা.) মো. হাসিবুর রহমান। এসময় পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্নাফ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, পরিসংখ্যান কর্মকর্তা সোহেল রানা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতী খাতুন, তথ্য আপা তামান্না হকসহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রতিপাদ্য ছিল "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।” এই প্রতিপাদ্য সামনে রেখে নারী অধিকার, ডিজিটাল নিরাপত্তা ও নারীদের সামাজিক অবস্থান নিয়ে আলোচনা সভায় গুরুত্বারোপ করা হয়।
তিনটি বিভাগে এ বছর শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কৃত হন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মমতাজ খাতুন (অর্থনৈতিকভাবে স্বাবলম্বী), মোসাম্মৎ শিরিন (চাকরি) ও মোছা: মমতাজ (সফল জননী)।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পারিবারিক, সামাজিক কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম কোথাও যেন নারী ও কন্যারা সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available