বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর নিজ কার্যালয়ে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিষা আফরিন, সমাজসেবা কর্মকর্তা কাকলী আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, বিআরডিবি কর্মকর্তা কাজী সোয়াইব আজমী, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুর রহমান, সহকারী গণগ্রন্থাগার মোখলেছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোশারফ হোসেন, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা তাসলিমা আক্তারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তব্যরত অবস্থায় একজন সরকারি কর্মকর্তার ওপর এমন বর্বরোচিত হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয় বরং এটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবামূলক কাজের ওপর সরাসরি আঘাত। তাই হামলাকারীকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন কর্মকর্তাবৃন্দ।
এর আগে গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষি প্রণোদনা প্রদানের তালিকা নিয়ে বিরোধের জেরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর রহমান কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। এ ঘটনার সিসি টিভির ফুটেজ ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available