• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ রাত ১০:০৭:২৬ (08-Nov-2025)
  • - ৩৩° সে:

বিএনপি ক্ষমতায় গেলে সুশাসন ও উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে: শেখ ফরিদুল ইসলাম

৮ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৪১

সংবাদ ছবি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে নারীদের অংশগ্রহণে এক উঠান বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Ad

৮ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে রামপাল উপজেলার সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারীদের উদ্যোগে শ্রীফলতলা নতুন মোড়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-২ (রামপাল,মোংলা,ফকিরহাট) আসনের ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য চালু করা হবে কৃষক কার্ড, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।

ড. ফরিদুল ইসলাম আরও বলেন, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষায় বিএনপির অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
গাজীপুরে ডাকাতির প্রস্তুতি, আটক ৩
৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:০৩


Follow Us