পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় সরকারি অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের জেলা সমন্বয়ক ফজলে রাব্বীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান, জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, এনসিপির শিশির আসাদ, জাতীয় যুব শক্তির ওয়াসিস আলম ও ওরিয়র্স অব জুলাই পঞ্চগড়ের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।


বক্তারা বলেন, ‘সরকারি কর্মসূচিতে ফজলে রাব্বীর ওপর ন্যাক্কারজনক হামলা কেবল একজন আন্দোলনকর্মীর ওপর নয়, এটি গণঅভ্যুত্থানের চেতনা ও প্রশাসনিক মর্যাদার ওপরও আঘাত।’ তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও প্রশাসনের সব কর্মসূচি থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৪ নভেম্বর বাংলাবান্ধা স্থলবন্দরে পতাকা স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসনের উপস্থিতিতে ফজলে রাব্বীর ওপর তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালায়।
এ বিষয়ে ফজলে রাব্বী বলেন, ‘আমি প্রশাসনের আমন্ত্রণে ছাত্র প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে গিয়েছিলাম। কেবল লাইনের সামনে দাঁড়ানো নিয়ে তারা ক্ষুব্ধ হয়। আমি কোনো দলের প্রতিনিধি হিসেবে যাইনি।’
অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা জাকির হোসেন বলেন, ‘সেদিন সামান্য বাকবিতণ্ডা হয়েছিল। কেউ মারধর করেনি, বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে।’
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, ‘ঘটনার দিন কথা কাটাকাটি থেকে পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available