• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ০৮:৪৫:২৫ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:৩৫

সংবাদ ছবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বারবাজার হাইওয়ে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Ad

৫ নভেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ফুলবাড়ী গেট এলাকায় এই অভিযান চালানো হয়।

Ad
Ad

বারবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি অভিযানিক দল ফুলবাড়ী গেট এলাকায় মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে মোটরসাইকেলের চালক দ্রুত পালিয়ে যায়।

তবে মোটরসাইকেলে থাকা অপর যাত্রী মো. সিরাজুল ইসলাম (৩৮) কে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক সিরাজুল কুষ্টিয়া জেলার ইবি থানার উজানগ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

আটকের পর সিরাজুল ইসলামের বাম হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে পুলিশ। সেই ব্যাগ থেকে ১৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
পুলিশ সদর দপ্তরের সতর্ক বার্তা
৬ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:০০







Follow Us