• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:৫৪:৩৫ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

বাজিতপুরে ডাকাত স্বামীসহ মাদক কারবারি স্ত্রী আটক

৩১ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৩৮:১৫

সংবাদ ছবি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে এক মাদক কারবারি স্ত্রী ও তার ডাকাত স্বামীকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। 

৩০ অক্টোবর বুধবার ভোররাতে উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে আব্দুল আজিজের পুত্র ফিরোজ মিয়া (৪৮) ও তার স্ত্রী শারমিন আক্তার(৪০)কে গ্রেফতার করে যৌথ বাহিনী।

Ad

এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও নগদ এক লক্ষ আট হাজার পাঁচশত সাতান্ন টাকা ও বিভিন্ন রকমের ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Ad
Ad

জানা যায়, গোপনসূত্রের ভিত্তিতে বুধবার ভোররাত ১.৩০ মিনিটের দিকে বাজিতপুর সেনা ক্যাম্প থেকে একদল যৌথ বাহিনী উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের শিমুলতলা গ্রামে গিয়ে অভিযান চালায়। এ সময় মাদক কারবারি শারমিন আক্তারকে তার নিজ ঘর থেকে প্রায় এক কেজি গাঁজা ও নগদ এক লক্ষ আট হাজার পাঁচশত সাতান্ন টাকাসহ গ্রেফতার করা হয়।

মাদককারবারি স্ত্রী শারমিনকে গ্রেফতার করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়ার পর তার স্বীকারোক্তিতে ভোর ৪.৩০ মিনিটে তার স্বামী ফিরোজ মিয়াকেও পশ্চিম শিমুলতলা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ফিরোজ মিয়া ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। তার কাছ থেকে ১৫টি বল্লম, ৫টি রামদা, ১টি কিরিজ, ১টি চাপাতি ও ৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে  উদ্ধারকৃত মালামাল ও অস্ত্রসহ আসামীদ্বয়কে বাজিতপুর থানায় প্রেরণ করা হয়।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ হোসেন বলেন, আসামী ও জব্দকৃত মালামালসহ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাদেরকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে চালান দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩:৪৯



সংবাদ ছবি
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৪:৪৫


Follow Us